মহাকাশের পথে . . .


ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমাদের মাথার উপর যে অসীম বিশাল আকাশ, সেটা নিয়ে নিশ্চয়ই তোমাদের কৌতুহল আছে। আজ থেকে প্রায় ৬০ বছর আগে ইউরি গ্যাগারিন নামে একজন মানুষ আকাশের সীমানা ছাড়িয়ে মহাকাশে পাড়ি জমালো। তারপর থেকে আরো অনেক মানুষ এখন মহাকাশে উড়ে বেড়ায়। তাদেরকে বলে 'মহাকাশচর'। তোমরাও এক সময় মহাকাশ ভ্রমণে যাবে। কিন্তু তার আগে প্রতিদিন একটু একটু করে মহাকাশ সম্পর্কে অনেক কিছু জানতে হবে।

মহাকাশ নিয়ে সেই আদিকাল থেকেই আগ্রহ মানুষের মাঝে। রাতের আকাশের দিকে তাকালে দেখতে পাই হাজার হাজার তারা। এছাড়াও আছে গ্রহ, গ্যালাক্সি, ধূমকেতু, ইত্যাদি আরো অনেক কিছু। আর এই "ইত্যাদি অনেক কিছু" না হয় পরে বলব। এখন তোমাদের সৌরজগতের একেকটি গ্রহ থেকে ঘুরিয়ে নিয়ে আসবো।

আমাদের সাথে থাকলে দেখতে পাবে সৌরজগতটা কত সুন্দর, কত বৈচিত্র্যময়...

সৌরজগতের পথে . . .


প্রথমেই জানতে চেষ্টা করি, সৌরজগত কাকে বলে? সূর্য ও সূর্যকে ঘিরে যা কিছুই ঘুরছে, তাই-ই সৌরজগত। সৌর মানে সূর্য, আর জগত মানে এলাকা। তার মানে সৌরজগত হল সূর্যের এলাকা। এতে আছে গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা (এস্টারয়েড), ধূলা, গ্যাস, ইত্যাদি আরো অনেক কিছু। আমরা যারা পৃথিবী নামের গ্রহটাতে বসবাস করি, তারাও সৌরজগতের বাসিন্দা।

তুমি কি জানো যে, সূর্য একটি তারা, আর সে আমাদের সবচাইতে কাছের তারা। তাই দিনের বেলাতে সে এত আলো দেয় যে, আকাশের অন্যান্য তারাদের দেখাই যায় না।