গ্রহ কি? আমাদের পৃথিবীটা একটা গ্রহ। এই পৃথিবীটা থেকে বড় এবং ছোট আরো কতগুলো গ্রহ সূর্যের চারদিকে ঘুরছে। সূর্যের চারিদিকে আরো অনেক কিছুই ঘুরছে, তাই বলে সবাই কি গ্রহ? তাদের নিজেদের কতগুলো ভাগে ভাগ করে নিজস্ব নাম দেওয়া হয়েছে, যেগুলো আমরা সময় সময় আলোচণা করবো।