সৌরজগতের মধ্যমণী হল সূর্য। আমরা পৃথিবীর মানুষেরা সূর্য থেকে ৯৩,০০০,০০০ (নয় কোটি তিরিশ লক্ষ) মাইল বা ১৫০,০০০,০০০ (পনেরো কোটি) কিলোমিটার দূরে রয়েছি।
সূর্য একটি তারা, এবং এটি আমাদের পৃথিবীর সবচাইতে কাছের তারা। তাই আকাশের অন্যান্য তারার চাইতে সূর্যকে অনেক বড় ও উজ্জ্বল দেখি। এজন্য সূর্যকে বুঝতে পারলে আকাশের অন্যান্য তারাদেরকেও বুঝতে পারবো।
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২১
গ্রন্থস্বত্ব: লেখক
প্রকাশক: কখগ প্রকাশনী
১০০/১ পুরানা পল্টন, ৬ষ্ঠ তলা